হাই, আমি shawon, কেমন আছো সবাই?
আপনাদের দেখাবো কিভাবে আসল আর নকল স্যামসাং ফোনের মধ্যে পার্থক্য বের করবেন
কেননা আজকাল মার্কেটে আসলের জায়গায় নকল টি বেচে দেয় তাও আসল টির দামে । গ্যাজেটস এন্ড গিয়ারস এ সেদিন অনেকগুলো নকল ফোন ধরা পড়ল যা তারা আসলের নামে বিক্রি করছিল।
★ পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে।
★ আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না।
★ নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।
★ নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।
★ স্ক্রিন টি কোনা থেকে বেশ দূরে থাকবে নকল ফোনের । আসল টির কাছাকাছি থাকে
★ কয়েকটি সেন্সর কাজ করবে না
★ স্ক্রিন্টি সস্তা গ্লাস দিয়ে বানানো
★ ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না।
★ আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।