পিএসএল ২০২৩ এর পঁচিশতম ম্যাচে এসে এক ম্যাচেই দুই সেঞ্চুরির দেখা মিললো। ৪৮৩ রানের হাইস্কোরিং ম্যাচে বাবর আজমের সেঞ্চুরিকে ভেস্তে দিয়ে ইংলিশ তারকা জেসন রয়ের মাত্র ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানে ভর করে পেশোয়ার জালমিকে ৮ উইকেটে হারিয়েছে কোয়েটা গ্লাডিয়েটস।
রাওয়ালপিন্ডিতে এদিন আগে ব্যাট করে টি-টোয়েন্টিতে নিজের অষ্টম সেঞ্চুরির দেখা পান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। মাত্র ৬৫ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১১৫ রান করেন বাবর। এছাড়া সায়েম আয়ুব করেন ৭৫ রানে। আর তাদের দল পেশোয়ার নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে করে ২৪০ রান।
জবাব দিতে নেমে কোয়েটা ওপেনার জেসন রয় একাই গুড়িয়ে দেন পেশোয়ার বোলারদের মাত্র ৬৫ বলে ২০ চার ও ৫ ছক্কায় ২৩০ স্ট্রাইক রেটে অপরাজিত ১৪৫ রান করে দলকে ৮ উইকেটের সহজ জয় উপহার দেন।
ম্যাচ সেরার পুরস্কার জিতেন জেসন রয়। যদিও এই জয়ের পরেও প্লে অফে উঠা হবে না কোয়েটা গ্লাডিয়েটসের।
সূত্রঃ স্পোর্টসজোন২৪