কারা থাকবেন ওয়ানডে বিশ্বকাপ দলে? জানিয়ে দিলেন পাপন

ক্রিকেট দুনিয়া March 7, 2023 502
কারা থাকবেন ওয়ানডে বিশ্বকাপ দলে? জানিয়ে দিলেন পাপন

চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে বিশ্বকাপ। আর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল কেমন হবে সেটা আসলে এখনই বলা মুশকিল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য সোমবার কিছুটা আভাস দিয়েছেন। ইংল্যান্ডকে সিরিজের শেষ ওয়ানডেতে হারানোর পর পাপন কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।


সেখানে বিসিবি বস বলছিলেন, ‘এটাই যে বিশ্বকাপের দল হবে এটা এখনই বলা মুশকিল। ধরেন, আমার একটা খেলোয়াড়ের ইনজুরি হলো। সেটা ওপেনার, মিডল অর্ডার বা লোয়ার অর্ডার হতে পারে।


ওই খেলোয়াড়ের বিকল্প দেখে রাখতে হবে। নতুন কোচ একজনের খেলা না দেখে বিশ্বকাপে নামিয়ে দেবে? যেটা হবে, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আমাদের দুটো সিরিজ আছে। ওই সিরিজে আমরা দুই-একজনকে বিশ্রাম দিয়ে নতুন একজনকে দেখতে পারি।’


পাপন যোগ করেন, ‘এর মানে এই না যে, সে (বিশ্রাম পাওয়া খেলোয়াড়) বাদ পড়ে গেছে। বিকল্প কী আছে সেটা দেখার জন্য। এটা নিয়ে দুশ্চিন্তা বা মিডিয়ার হুলুস্থুলের কিছু নেই। এশিয়া কাপের জন্য যে দল ঘোষণা হবে ওটাই হবে বিশ্বকাপের দল।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪