চট্টগ্রামের উইকেট বুঝতে সাকিবকে ডেকে নিলেন তামিম

ক্রিকেট দুনিয়া March 5, 2023 1,405
চট্টগ্রামের উইকেট বুঝতে সাকিবকে ডেকে নিলেন তামিম

মিরপুরের উইকেট পড়তে ভুল করেছিল বাংলাদেশ। নিজেদের ভরাডুবি সেটি বুঝিয়ে দিলেও অধিনায়ক তামিম ইকবাল অবশ্য মানতে চাননি। এবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পিচ নিয়ে কোনো ভুল করতে চায় না বাংলাদেশ।


জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার অনুশীলনে পিচ নিয়ে গবেষণা তাই বলছে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, দুই কিউরেটর প্রভীন হিঙ্গানিকার-জাহিদ রেজাসহ উইকেট নিয়ে আলোচনা করছেন অধিনায়ক তামিম ইকবাল। সেই আলোচনার মাঝপথে সাকিব আল হাসানকেও ডাকেন তামিম।


যদিও ফুটবল নিয়ে ব্যস্ত থাকায় সাকিব শুরুতে শুনতে পাননি তামিমের ডাক। আরেক সতীর্থের সহায়তায় তামিমের ডাকে সাড়া গিয়ে পিচ নিয়ে আলোচনায় যোগ দেন। আলোচনার আগে-পরে অবশ্য সাকিব নিজেই কয়েকবার উইকেট দেখেছেন। বেশ খানিকটা সময়ও কাটিয়েছেন উইকেটের পাশে।


দ্বিতীয় ওয়ানডেতে তামিম যেখানে আগে বোলিং করতে চেয়েছেন সেখানে প্রতিপক্ষের্ অধিনায়ক চাওয়া মতো টস হেরেও ব্যাটিং করেছেন। ১৩২ রানে হারের পর তামিমকে দুই অধিনায়কের ভিন্নমত নিয়ে প্রশ্ন করলে উত্তরে জানান, প্রতিপক্ষের অধিনায়ক কি বলছে সেটা তার বিষয় না।


সিরিজ শুরুর আগে সাকিব-তামিমের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিসিবি সভাপতির বক্তব্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অবশ্য এসব উড়িয়ে দেন বিসিবি সভাপতি নিজেই।


মাঠেও দুজনের মধ্যকার সম্পর্কের কোনো অবনতির চিহ্ন দেখা যায়নি, দ্বিতীয় ওয়ানডেতে দুজনের ৭৯ রানের জুটিতে বোঝাপড়া ছিল দারুণ। আজ উইকেটের আলোচনায় সাকিবকে ডেকে নিয়ে তামিম যেন আরও একবার প্রমাণ দিলেন এসব ভিত্তিহীন।


সূত্রঃ রাইজিংবিডি