নিজের ব্যবহার করা ব্যাট অন্য ক্রিকেটারকে দেয়ায় একজন টিম বয়কে ডেকে এভাবেই বলেছেন মুশফিকুর রহিম। এরপর এই অভিজ্ঞ ক্রিকেটার যা বলেছেন তা ভাষায় প্রকাশের অযোগ্য।
আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের সময় ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মুশফিকের অজান্তে ব্যাট ব্যবহার করায় মূলত এই জটিলতার সৃষ্টি। হারিয়ে ফেলেন মেজাজ। এই ব্যাট দিয়ে নকিং করতে দেখা গিয়েছিল মাহমুদউল্লহা রিয়াদকে। নকিং শেষে মাহমুদউল্লাহ মুশফিককে ব্যাট ফেরত দিচ্ছিলেন। পাশে থাকা ৮ বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া রনি তালুকদার ব্যাটটি চান। হাতে নেওয়ার চেষ্টাও করেছিলেন রনি।
এ সময় ব্যাট নিজের কাছে নিয়ে উঁচিয়ে ধরে টিম বয়ের উপর ক্ষিপ্ত হয়ে এ সব কথা বলেন মুশফিক। পাশেই থাকা দুই জুনিয়র শরিফুল ইসলাম ও শামীম পাটোয়ারি হাসছিলেন। মুশফিককে এমন রুদ্র মূর্তিতে দেখে পাশ কাটিয়ে নিরবে হেঁটে চলে যান রনি।
সূত্রঃ রাইজিংবিডি