প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কিছুক্ষণ পরেই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা।
এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচে আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অবশ্য দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহামুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহামেদ।
ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারান, আদিল রশিদ, জফরা আর্চার ও সাকিব মাহমুদ।
সূত্রঃ ক্রিকফ্রেন্জি