বিপিএলে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে কেড়েছেন নির্বাচকদের নজর। ভক্তদের প্রশংসাও পেয়েছেন বেশ। কিন্তু বিপিএলের ভালো করা একাধিক ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হলেও নেই নাসিরের নাম। কেন এমন অলরাউন্ডিং পারফরম্যান্স করেও দলে সুযোগ পেলেন না নাসির? অবশেষে ব্যাখা দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) সংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচক নান্নু জানান, ‘কিছু কিছু প্লেয়ারকে বিবেচনা করা হয়েছে প্লেস বাই প্লেস। সেই হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, লেট অর্ডার বলেন, অনেক চিন্তাভাবনা করেই দলটা তৈরি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ও (নাসির) সুযোগ পায়নি। সামনে অনেক খেলা আছে, পারফর্ম করলে কেউ চোখের আড়াল হবে না।’
বয়সের কারণে কি দলে সুযোগ পান নি নাসির? সাংবাদিকের এমন প্রশ্নে নান্নুর জবাব, ‘এখানে বয়স কোনো বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় আপনার ফিটনেস। ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন এত বেশি আন্তর্জাতিক খেলা হয়, পাশাপাশি ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট থাকে, ঘরোয়া ক্রিকেট থাকে। তাই ফিটনেস ধরে রাখা খুবই প্রয়োজন। ওই জায়গায় কতটুকু নিজেকে ফিট রাখতে পারে এটাই মূল বিষয়।’
নান্নু আরও বলেন, ‘বয়স না তার পারফরম্যান্স অনেক ভালো। আপনি দেখবেন অনেক খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি। সমালোচনা-আলোচনা সবই হয় বাইরে থেকে। বিপিএলের অনেকগুলো খেলোয়াড় অনেক ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখে আমরা আগাচ্ছি। তাই আগামী ১ বছরের জন্য কিছু খেলোয়াড়কে আমরা যুক্ত করছি, যেটা ২২-২৪ জন হতে পারে। এদেরকে নিয়ে আমরা একটা পরিকল্পনা রয়েছে।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪