যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

ক্রিকেট দুনিয়া February 28, 2023 850
যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

আগামীকাল থেকে মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে, দর্শকরা সরাসরি দেখতে পারবে টি-স্পোর্টস ও জিটিভি’র পর্দায়।


আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণার সময় সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নামও জানায় বিসিবির ডিরেক্টর ও ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবক’টি ম্যাচ।


মার্চের ১-১৪ পর্যন্ত ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ৩ ওয়ানডে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। যদিও ইতোমধ্যেই দুই দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।


২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংলিশরা। শেষবার বাংলাদেশে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল সফরকারীরা।


সূত্রঃ ক্রিকেট৯৭