দায়িত্ব পালন করতে এসেই এক দারুণ সমস্যার মুখোমুখি হলেন অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীলংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দলের সবচেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার একে অপরের সঙ্গে কথা বলেন না। এমনকি মুখ দেখাদেখি বন্ধ। দুজনের মধ্যে যে দ্বন্দ্ব কিংবা বিরোধ লেগে আছে, তা নিরসনের জন্য বিসিবি চেষ্টা করেও পারেনি।
যদিও তামিম ইকবাল সংবাদ সম্মেলনে এসে বলেছেন, তাদের সম্পর্কের এ অবস্থা মাঠের খেলায় প্রভাব ফেলবে না। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি পাপনের বৈঠকেও বিষয়টি উঠে এসেছে এভাবে। পাপনও বলেছেন— মাঠের খেলায় প্রভাব ফেলবে না বিষয়টি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিনও সংবাদমাধ্যমের সামনে এ বিষয়টি নিয়ে এবার কথা বলেন হাথুরুসিংহে। দুই প্রিয় শিষ্যকে মিডিয়ার সামনে থেকে অনেকটা বাঁচানোর ভঙ্গিতেই কোচ বলেন— ‘আমি এমনও অনেক ড্রেসিংরুম দেখেছি, যেখানে অনেকেই কথা বলেন না। আসলে সব হচ্ছে মাঠের পারফরম্যান্সের ব্যাপার। সেখানে যে যার যার দায়িত্ব এবং কর্তব্য পালন করলেই সব কিছু ঠিক হয়ে যাবে।’
তিনি বলেন, ‘সাত দিন হলো প্র্যাকটিস দেখছি। আমি এখনো অবজারভারের ভূমিকায় আছি। এই সাত দিনে খুব বেশি কিছু বুঝে ওঠার সম্ভব হয়নি। এ কারণে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে এখনো পর্যন্ত আমার কাছে এবনরমাল কিছু মনে হয়নি।’
সূত্রঃ যুগান্তর অনলাইন