ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া February 23, 2023 290
ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

খেলতে এসে একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার ওপর টানা দুই টেস্টে সফরকারীরা গো-হারা হেরেছেন। ফলে বেশ অস্বস্তি নিয়েই ভারত সফর কাটছে অজিদের। টেস্ট দল থেকে কয়েকজন ক্রিকেটার ছিটকে যাওয়ায় ওয়ানডে দল নিয়েও বেশ দুশ্চিন্তা ছিল। তবে সেই চিন্তা কাটিয়ে সফরকারীদের দলে ফিরেছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।


তবে টেস্টের চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন জশ হ্যাজলউড। ওয়ানডের দলে ফিরেছেন চোটের কারণে দীর্ঘদিন বাইরে থাকা জাই রিচার্ডসনও। স্কোয়াডে রয়েছেন দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়া ওপেনার ডেভিড ওয়ার্নারও।


তবে তার ফেরা নিয়ে এখনো নিশ্চয়তা পাওয়া যায়নি। যদিও চোটের কারণে টেস্ট সিরিজ থেকে দেশে ফেরা ওয়ার্নার ওয়ানডের জন্য আবারও ভারতে পাড়ি দেবেন। একইসঙ্গে চোট নিয়ে দেশে ফেরা অ্যাশটন অ্যাগারও ভারতের বিমান ধরার কথা রয়েছে।


ভারতের বিপক্ষে আগামী ১৭, ১৯ ও ২২ মার্চ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসন্ন বিশ্বকাপের আগে সেপ্টেম্বর মাসেও ভারতে আরেক দফায় ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪