ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আম্পায়ার হিসেবে থাকছেন যারা

ক্রিকেট দুনিয়া February 23, 2023 423
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আম্পায়ার হিসেবে থাকছেন যারা

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি সিরিজ পরিচালিত হবে সম্পূর্ণ দেশি অফিসিয়ালদের মাধ্যমে। আর ওয়ানডে সিরিজে তিন বাংলাদেশির সঙ্গে আছেন একজন ভারতীয় ও একজন শ্রীলঙ্কান।


বিসিবির একটি সূত্র রাইজিংবিডিকে ইংল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ানডে ম্যাচ দিয়ে ১লা মার্চ থেকে শুরু হবে এই সিরিজ। শেষ হবে ১৪ই মার্চ টি-টোয়েন্টি দিয়ে। দুই সংস্করণে ইংলিশদের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ।


টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল। অনফিল্ড আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা সৈকত, তানভীর আহমেদ দুটি ও মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল একটি করে ম্যাচ পরিচালনা করবেন। টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে এই চারজনই দায়িত্ব পালন করবেন।


ওয়ানডে সিরিজে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ভারতীয় জাভাগাল শ্রীনাথ। অনফিল্ড আইসিসির আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কান রুচিরা পাল্লিয়াগুরুগে, অনফিল্ড বিসিবির আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর, সৈকত ও সোহেল। টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মুকুল-সৈকতরাই।


এর আগে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক ইস্যুতে বিসিবির সঙ্গে জটিলতা তৈরি হয়েছিল আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার মুকুল-সৈকতদের। পরে তাদের ম্যাচ বরাদ্দ বাতিল করে বোর্ড। তাদের পরিবর্তে নতুনদের দিয়ে ম্যাচ পরিচালনা করা হয়। আন্তর্জাতিক সিরিজ আসতেই আবার তাদেরই শরণাপন্ন হয়েছে বোর্ড। এছাড়া বিকল্পও ছিল না।


সূত্রঃ রাইজিংবিডি