বিমানবন্দরে নেমে যা বললেন হেড কোচ হাথুরুসিংহে

ক্রিকেট দুনিয়া February 21, 2023 494
বিমানবন্দরে নেমে যা বললেন হেড কোচ হাথুরুসিংহে

হাথুরুসিংহের আগমন উপলক্ষে বিমানবন্দরে সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গাড়ি গেট দিয়ে বের হওয়ার সময় ঘিরে ধরেন তারা। চান্দিকা হাথুরুসিংহেকে গাড়ি থামাতেও হলো শেষ অবধি।


ভেতরে থেকেই গাড়ির জানালা খুলে এই শ্রীলংকান কোচ বললেন, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। এরপর হাথুরুসিংহে বলে ‘আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’


দ্বিতীয়বারের মতো জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিতে আবারও বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে। সোমবার রাত ১০টা ২৬ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তিন ফরম্যাটেই হেড কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু।


তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের আসার পর মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে একটি হোটেলে বাকি কোচিং স্টাফদের নিয়ে আলোচনায় বসবেন হাথুরু, সেখানে থাকতে পারেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।


সূত্রঃ যুগান্তর অনলাইন