একনজরে দেখে নিন বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন

ক্রিকেট দুনিয়া February 17, 2023 363
একনজরে দেখে নিন বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন

আসর শুরুর আগেই ঘোষণা দিয়ে চ্যাম্পিয়ন প্রাইজমানি দ্বিগুণ করেছে গভর্নিং কাউন্সিল। পাশাপাশি বাড়ানো হয়েছে অন্য সব পুরস্কারের আর্থিক অঙ্কও। সব মিলিয়ে ফাইনালের দিন দেওয়া হয়েছে প্রায় সোয়া ৩ কোটি টাকার পুরস্কার।


পরপর দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্রফির পাশাপাশি পেয়েছে ২ কোটি টাকার অর্থ পুরস্কার। রানার্স আপ হওয়া সিলেট স্ট্রাইকার্সের ঘরে গেছে ট্রফির সঙ্গে ১ কোটি টাকা।


পুরো আসরে দারুণ খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। পুরো আসরে ৪ ফিফটিতে ৫১৬ রান করে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ৫ লাখ টাকাও জিতেছেন তিনি।


ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার ৫ লাখ টাকা নিজের করে নিয়েছেন জনসন চার্লস। ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লাকে শিরোপা জেতানোর ম্যাচে ৭ চার ও ৫ ছয়ে ৫২ বলে ৭৯ রান করেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান।


সর্বোচ্চ উইকেটের ৫ লাখ টাকা পুরস্কার যৌথভাবে পেয়েছেন চ্যাম্পিয়ন দলের তানভির ইসলাম ও তৃতীয় হওয়া রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার। হাসান ১৪ ম্যাচে পেয়েছেন সমান উইকেট।


সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন রানার্স-আপ দলের মুশফিকুর রহিম। উইকেটের পেছনে ১৪টি ডিসমিসালের সৌজন্যে ৩ লাখ টাকা পেয়েছেন অভিজ্ঞ কিপার।


সূত্রঃ বিডিনিউজ২৪