বিপিএল এখন শেষ পর্যায়ে। আগামীকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা আর এলিমিনেশন ম্যাচে রংপুর রাইডার্সের মোকাবিলা করবে ফরচুন বরিশাল। শেষ দিকে এসে বিপিএলে বসছে তারার মেলা। শেষ মুহূর্তে দলগুলোর শক্তি বাড়াতে পরীক্ষিত বিদেশি তারকাদের নিয়ে আসছে দলগুলো।
ফরচুন বরিশালের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ক্যারিবিয়ান ব্যাটার আন্দ্রে ফ্লেচার। তার আগে ভানুকা রাজাপাকসে যোগ দিয়েছেন। আগের দিন তাদের হয়ে ম্যাচ খেলেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।
রংপুর রাইডার্সে যোগ দিয়েছে মুজিব উর রহমান, দাসুন শানাকা। সিলেট স্ট্রাইকার্স শিবিরে যোগ দিচ্ছেন ইসুরু উদানা।
মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন গতকাল রাতে। আজ তাদের দলে ফাফ ডু প্লেসিস যোগ দেওয়ার কথা রয়েছে। আগে থেকে এ দলে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো তারকারা।