চার্লসের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড জয়লাভ করল কুমিল্লা

ক্রিকেট দুনিয়া January 31, 2023 6,253
চার্লসের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড জয়লাভ করল কুমিল্লা

এবারের আসরের সবচেয়ে বড় হাই স্কোরিং ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। সিলেটে বিপিএলের ৩২ তম ম্যাচে আজ ব্যাটিং তাণ্ডব চালিয়েছে খুলনা টাইগার্স এবং কুমিল্লার ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা।


যেখানে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ৯৫ এবং শাই হোপের ৯১ রানে কুমিল্লাকে ২১১ রানের টার্গেট দেয় খুলনা টাইগার্স। কিন্তু সেটি কেও মামুলি টার্গেট বানিয়ে ফেলেছে মোহাম্মদ রিজওয়ান এবং জনসন চার্লস।


মোহাম্মদ রেজওয়ান ৭৩ রান করে আউট হলেও অন্য প্রান্ত থেকে তুফান তৈরি করেছিলেন জনসন চার্লস। ৫৬ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত জনসন চার্লসের ১০৭ রানের সুবাদে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটে জয়লাভ করেছে কুমিল্লা ভিক্টোরিয়াস।