মাশরাফিকে তো জোর করে অবসর নিতে বলতে পারি না: পাপন

ক্রিকেট দুনিয়া January 31, 2023 371
মাশরাফিকে তো জোর করে অবসর নিতে বলতে পারি না: পাপন

মাশরাফি বিন মর্তুজা এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। তিনি অবসরও গ্রহণ করেননি। তাকে দলে আর বিবেচনা করা হবে কি না সেটা নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছিলেন। ২০২০ সালের মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাহলে কি মাশরাফি অবসর নেবেন না? কিংবা বিসিবি তাকে সুন্দরভাবে বিদায় দেবে না?


এত দিন পর এমন প্রশ্ন ওঠার কারণ চলতি বিপিএলে মাশরাফির পারফরম্যান্স। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত মাশরাফি এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তাই গতকাল সোমবার সিলেটে আয়োজিত বিসিবির সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপনের দিকে ছুটে গেল এই প্রশ্ন। বিসিবি সভাপতি বললেন, তারা মাশরাফিকে মাঠ থেকে বিদায় দিতে প্রস্তুত আছেন। কিন্তু সে জন্য মাশরাফিকে তো আগে অবসর ঘোষণা করতে হবে।


মাশরাফি বিন মর্তুজার মাঠ থেকে বিদায়ের বিষয়ে পাপন বলেন, ‘আমরা সবসময় চাই, মাশরাফি মাঠ থেকে বিদায় নেন। এজন্য আমরা একটি বিদেশি দলও আনতে চেয়েছিলাম। কিন্তু উনি তো (মাশরাফি) কিছু বলেন না। সবচেয়ে বড়ু কথা হচ্ছে, মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু ক্রিকেট থেকে অবসর নেননি।’


এদিকে পাপনের ভাষায়, ‘এখন আমি কি ওকে জোর করে বলতে পারি যে তুমি রিটায়ার করো? ডেফিনেটলি সে যখন রিটায়ার করবে… এটা শুধু মাশরাফির জন্য নয়, সব খেলোয়াড়দের জন্য… ও যদি রাজি হয় তাহলে আমরা চাই খেলার মাধ্যমে (বিদায় দিতে)। সবাই জানুক যে এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। আমরা বিদেশে দেখেছি যেমনটা হয়, আমরাও তাই চাই। নিঃসন্দেহে আমরা এটাই আশা করি।’