বিপিএলে খুলনার নাসিম শাহ হয়ে গেলেন কুমিল্লার

ক্রিকেট দুনিয়া January 21, 2023 644
বিপিএলে খুলনার নাসিম শাহ হয়ে গেলেন কুমিল্লার

বিপিএল খেলতে ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়েছেন পাকিস্তানি উদীয়মান তারকা পেসার নাসিম শাহ। শনিবার দুপুরে পাকিস্তান থেকে বিমানে ওঠার পর দু’টি ছবি শেয়ার করে টুইটারে নাসিম শাহ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওই টুইটে তিনি লিখেছেন, ‘আবারও যাচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথেই আছি।’


তবে আগে জানা গিয়েছিল বিপিএলের এবারের আসরে খুলনা টাইগার্স দলের হয়ে খেলবেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। ড্রাফটের আগেই তাকে দলে নিয়েছিল খুলনা। পরে জানা যায় পাকিস্তানের এই তরুণ পেসারের সঙ্গে নাকি চুক্তিই করেনি খুলনা টাইগার্স।


খুলনার হয়ে না খেললেও বিপিএলে ঠিকই খেলবেন নাসিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল মাতাবেন পাকিস্তানের পেস সেনসেশন নাসিম শাহ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরও পূর্ণ হয়নি নাসিমের।


ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে দুই ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ১৬টি। যেখানে উইকেট নিয়েছেন ১৪টি।