ঢাকাকে হারিয়ে বিপিএলে টানা পঞ্চম জয় তুলে নিলো বরিশাল

ক্রিকেট দুনিয়া January 20, 2023 622
ঢাকাকে হারিয়ে বিপিএলে টানা পঞ্চম জয় তুলে নিলো বরিশাল

বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বিপিএলের টানা পঞ্চম জয় তুলে নিল ফরচুন বরিশাল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিষ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে বরিশাল জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে ঢাকা।


১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ওসমান ঘানি এবং সৌম্য সরকার। দুজন মিলে যোগ করেন ৪০ রান। ১৯ বলে ৩০ রান করে ওসমান ঘানি আউট হলে ১৫ বলে একটি চার এবং একটি ছক্কার সাহায্যে ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার।


এরপরে ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ ইমরান। তবে চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ঢাকা। নাসির হোসেন এবং মোহাম্মদ মিঠুনের ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে ঢাকা ঢাকা ডমিনেটর্স। তবে শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি তারা।


চতুর্থ উইকেট জুটিতে ৬০ বলে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মিঠুন এবং নাসির হোসেন। ৩৮ বলে ২টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফেলেন মোহাম্মদ মিথুন। এছাড়াও নাসির হোসেন শেষ পর্যন্ত ৩৬ বলে ৩টি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করেন।


বরিশালের ওপেনার সাইফ হাসান ১০ রান করে আউট হন। এনামুল হক ৮ রান করেন। তিনে নেমে মেহেদি মিরাজ ১৪ বলে ১৭ রান করে আউট হন। চতুরাঙ্গা ডি সিলভা করেন ১০ রান। পাঁচে নেমে সাকিব মাত্র ১৭ বল খেলে ৩০ রান তুলে পাল্টা দিতে শুরু করেন। চারটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।


এরপর ইফতেখার ও মাহমুদুল্লাহ জুটি গড়েন। তারা যোগ করেন ৮৪ রান। এর মধ্যে মাহমুদুল্লাহ ৩১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। দুটি চার ও একটা ছক্কা মারেন তিনি। তবে পাকিস্তানের অলরাউন্ডার ইফতেখার ৩৪ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন এই ব্যাটার।


ঢাকার পেসার তাসকিন এই ম্যাচে বেশ খরুচে ছিলেন। তিনি ৪ ওভারে ৪৩ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। তবে সালমান ইরশাদ ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন একটি উইকেট। নাসির হোসেন ২ ওভার হাত ঘুরিয়ে দুটি উইকেট নেন। এছাড়া আরাফাত সানি ও মুকতার আলী নেন একটি উইকেট।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট