বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে নাসির

ক্রিকেট দুনিয়া January 19, 2023 5,266
বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে নাসির

বিপিএলে কুমিল্লার বিপক্ষে ৪৫ বলে ৭ চার আর ২ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন। দলকে জেতাতে না পারলেও আসরে প্রথম ফিফটি তুলে নিলেন এই অলরাউন্ডার। এরই সাথে এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন নাসির হোসেন।


বিপিএলের নবম আসরে পাচ ম্যাচে ঢাকা ডমিনেটরস মাত্র একটি জয় পেয়েছে। একেবারেই নড়বড়ে অবস্থা দলের তবে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন একসময় দেশসেরা ফিনিশার খ্যাত নাসির হোসেন।


৫ ম্যাচে নাসির করেছেন ২১৫ রান। তার মধ্যে দুই ইনিংসে ছিলেন অপরাজিত। ১৯৫ রান নিয়ে তার পরেই আছেন সিলেট স্টাইকার্সের তৌহিদ হৃদয়। নাসির এবারের আসরে যথাক্রমে ৩৬*, ৪৪, ৩০, ৩৯ ও ৬৬* রান করেছেন।