বল লাগল স্টেডিয়ামের ছাদে, আউট হওয়ার বদলে ছক্কা পেলেন ব্যাটার

ক্রিকেট দুনিয়া January 15, 2023 981
বল লাগল স্টেডিয়ামের ছাদে, আউট হওয়ার বদলে ছক্কা পেলেন ব্যাটার

শনিবার মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডসের মধ্যে বিগ ব্যাশ লিগের ম্যাচে ছাদে ঢাকা স্টেডিয়াম যেরকম বিড়ম্বনা তৈরি করে, তা নিশ্চিতভাবেই হতাশ করবে ক্রিকেটপ্রেমীদের। আরও বেশি করে হতাশ হবে মেলবোর্ন রেনেগেডস দল।


কেননা ম্যাচে দু’বার নিশ্চিত উইকেট পাওয়ার বদলে রেনেগেডসের বোলাররা ছক্কা হজম করেন ছাদে ঢাকা স্টেডিয়ামের জন্য। আসলে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্যাটসম্যানের শটে স্টেডিয়ামের ছাদে বল লাগলে তা ছক্কা হিসেবে বিবেচনা করা হবে। নিয়মের এই ফাঁকেই ২টি ছক্কা উপহার পেয়ে যায় মেলবোর্ন স্টার্স।


ম্যাচের দ্বিতীয় ইনিংসের ২.৬ ওভারে উইল সাদারল্যান্ডের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন জো ক্লার্ক। তবে বল তাঁর ব্যাটের উপরের কানায় লেগে সোজা উপরের দিকে উঠে যায়। বল গিয়ে স্টেডিয়ামের ছাদে আঘাত করায় ছয় রান পেয়ে যান ক্লার্ক।


পরে সেই ইনিংসেরই ১৫.১ ওভারে টম রজার্সের বল বিউ ওয়েবস্টারের ব্যাটের কানা নিয়ে সোজা গগনে উঠে যায়। এবারও বল গিয়ে লাগে স্টেডিয়ামের ছাদে এবং এবারও ছয় রান পেয়ে যান ব্যাটসম্যান। অথচ ২টি ক্ষেত্রেই স্টেডিয়ামের ছাদ না থাকলে ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফিরতে পারতেন।


এমন ভাগ্যের সাহায্য পেয়েও মেলবোর্ন স্টার্স ৬ রানে ম্যাচ হারে। শুরুতে ব্যাট করে রেনেগেডস ৭ উইকেটে ১৬২ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে স্টার্স আটকে যায় ৭ উইকেটে ১৫৬ রানে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪