হঠাৎ করেই শীর্ষ কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে পাপন

ক্রিকেট দুনিয়া January 12, 2023 871
হঠাৎ করেই শীর্ষ কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে পাপন

লিগের দ্বিতীয় পর্ব খেলতে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে বিপিএলের সকল দলগুলি। আগামীকাল থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। তবে আজ হঠাৎ করেই বিসিবির শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।


আজ (১২ জানুয়ারি) রাজধানীর ওয়েস্টিন হোটেলে হঠাৎ করেই বৈঠকে বসেন তারা। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন।


তাছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস সহ উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ সুজন ইসমাইল হায়দার মল্লিক সহ আরও বেশ কয়েকজন পরিচালক।


তবে কি বিষয়ে হঠাৎ করে বৈঠকে বসেছে বিসিবি তার এখনো সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হেড কোচ নিয়েই কথাবার্তা চলছে।


গুঞ্জন রয়েছে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আবার হেড কোচ হিসেবে পেতে আগ্রহী বিসিবি। তার সাথে কথাবার্তা অনেকদূর এগিয়েছে।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট