এবার বিপিএল ছাড়লেন সিকান্দার রাজা ও বেনি হাওয়েল

ক্রিকেট দুনিয়া January 12, 2023 576
এবার বিপিএল ছাড়লেন সিকান্দার রাজা ও বেনি হাওয়েল

বিপিএলের নবম আসরের মাঠের লড়াই সবে শুরু হয়েছে। ঢাকা পর্ব শেষে বিপিএল এখন বন্দর নগরী চট্টগ্রামে। এরই মধ্যে বিপিএল ছাড়তে শুরু করেছেন অনেক বিদেশি ক্রিকেটার।


বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে দুবাইয়ের আইলটি-২০ লিগ খেলতে চলে গেছেন মোহাম্মদ নবী, ফজল হক ফারুকী ও ডেভিড মালান। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছেড়েছেন রংপুর রাইডার্সের দুই বিদেশি খেলোয়াড় সিকান্দার রাজা ও বেনি হাওয়েল।


তাদের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি। যদিও পরে তাদের চলে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে রংপুর লিখেছে, ‘দেখা হবে খুব দ্রুতই আবার জয়ের লড়াইয়ে। ’


কুমিল্লার বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১২ রান করেছিলেন সিকান্দার রাজা। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২ রানে আউট হলেও বল হাতে ১৪ রান দিয়ে ২ উইকেট পান তিনি।


বেনি হাওয়েল প্রথম ম্যাচে ব্যাট হাতে ৮ রান করার পর বল হাতে এক উইকেট নেন। তবে পরের ম্যাচে ৫ রান করার পর বল হাতে ছিলেন উইকেটশূন্য।


সূত্রঃ চ্যানেল২৪