বিপিএলের ঢাকা পর্ব শেষে যেমন আছে দলগুলো

ক্রিকেট দুনিয়া January 11, 2023 459
বিপিএলের ঢাকা পর্ব শেষে যেমন আছে দলগুলো

গত রাতে শেষ হয়েছে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ধাপের লড়াই। গত ৬ জানুয়ারি সিলেট বনাম চট্টগ্রামের ম্যাচ দিয়ে ঢাকাতেই পর্দা উঠে বিপিএলের এবারে আসরের। সেই ম্যাচসহ প্রথম ধাপে ঢাকা পর্বে অনুষ্ঠিত হয়েছে মোট আটটি ম্যাচ। ঢাকা পর্বে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। যেখানে চার ম্যাচের সবগুলোতেই জয় নিয়ে তারাই আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।


রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সমান দুটি করে ম্যাচ খেলে জয় পেয়েছে একটি করে ম্যাচে, পয়েন্ট সমান ২। তবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স দুটি করে ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পায়নি, ০ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের সবার নিচে।


এক নজরে পয়েন্ট টেবিল :


সিলেট স্ট্রাইকার্স- ৪ ম্যাচ- ৮ পয়েন্ট।


রংপুর রাইডার্স- ২ ম্যাচ- ২ পয়েন্ট।


ফরচুন বরিশাল- ২ ম্যাচ- ২ পয়েন্ট।


ঢাকা ডমিনেটর্স- ২ ম্যাচ- ২ পয়েন্ট।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ২ ম্যাচ- ২ পয়েন্ট।


খুলনা টাইগার্স- ২ ম্যাচ- ০ পয়েন্ট।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ২ ম্যাচ- ০ পয়েন্ট।


আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম অধ্যায়। সেখানে ১২টি ম্যাচ খেলে বিপিএল ফিরবে পুনরায় ঢাকাতে। এখানে দুই দিনে ৪ ম্যাচ খেলে পা রাখবে সিলেটে। সিলেট পর্ব শেষে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আবারো ঢাকা পর্ব। সেখানেই গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোসহ নক আউট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


সূত্রঃ যায় যায় দিন অনলাইন