উসমান খানের সেঞ্চুরির কাছে হেরে গেলো আজম খানের সেঞ্চুরি

ক্রিকেট দুনিয়া January 9, 2023 376
উসমান খানের সেঞ্চুরির কাছে হেরে গেলো আজম খানের সেঞ্চুরি

বিপিএলের ষষ্ঠ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। যেখানে দলের হয়ে সেঞ্চুরি তুলে নেন আজম খান। ‌তবে সেই সেঞ্চুরির জবাব সেঞ্চুরি দিয়ে দিয়েছেন চট্টগ্রামে ব্যাটসম্যান উসমান খান। জবাবে ৯ উইকেটে জয়লাভ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শারজিল খান। দলীয় ১২ রানের মাথায় ৬ রান করে প্যাভিলিয়নে ফেলেন হাসিবুর রহমান। দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও আজম খানকে সাথে নিয়ে ৬২ বলে ৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তামিম ইকবাল। তামিম ইকবাল দেখে শুনে খেললেও অন্য প্রান্ত থেকে রান তুলছিলেন আজম খান।


৩৭ বলে পাঁচটি চার এবং একটি ছক্কা সাহায্যে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল তবে অন্য প্রান্ত থেকে ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আজম খান। অধিনায়ক ইয়াসির আলী ১ রান করে আউট হলেও ব্যাট হাতে একাই লড়াই করছিলেন আজম খান।


তুলে নিয়েছেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। সেই সাথে টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের নিজের প্রথম সেঞ্চুরি ও তুলে নিয়েছেন তিনি। ৫৮ বলে ৯টি চার এবং ৮টি ছক্কায় ১০৯ রান করেন অপরাজিত থাকেন আজম খান।


জবাবে ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করেন ম্যাক্স ও’দাউদ এবং উসমান খান। বিপিএলের এবারের আসরে যে কোন উইকেটের সর্বোচ্চ ১৪১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই দুই ব্যাটসম্যান। ৫০ বলে চারটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৫৮ রান করে নাহিদুল ইসলামের বলে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্স ও’দাউদ।


তবে অন্য প্রান্ত থেকে সমানতালে খেলতে থাকেন উসমান খান। তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের নিজের প্রথম সেঞ্চুরি। ৫৭ বলে দশটি চার এবং পাঁচটি ছক্কার সাহায্যে ১০২ রান করে অপরাজিত থাকেন ওসমান খান। - বাংলাওয়াশ ক্রিকেট