ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক বদল হবে ফরচুন বরিশালের

ক্রিকেট দুনিয়া January 8, 2023 1,278
ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক বদল হবে ফরচুন বরিশালের

অধিনায়কত্ব নিয়ে নতুন পথ অবলম্বন করেছে ফ্রাঞ্চাইজি গুলি। ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক পরিবর্তনের সিদ্বান্ত নিয়েছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল দলের একজন কর্মকর্তা।


আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করেছে এ মৌসুমে দলের নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। কিন্তু গতকাল ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের প্রথম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মেহেদি হাসান মিরাজ।


অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বিবৃতিতে বরিশালের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেন,”ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক নির্ধারণ করা হবে।” তবে তারা বিস্তারিত কিছু জানায়নি।


মিরাজের সাথে টস করার কথা ছিল সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। কিন্তু তার পরিবর্তে টস করতে আসেন মুশফিকুর রহিম। এ বিষয়ে সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট জানিয়েছে,


“অতীতের ইনজুরির কারণে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে দীর্ঘ সময় লেগে যায় মাশরাফির। নিজের পায়ের বেশ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন তিনি। যেহেতু অনেক সময় লেগেছে, এজন্য তার পরিবর্তে মুশফিক টস করতে আসেন।” মাশরাফির মাঠে থাকলেও ফিল্ডিং ও বোলিং পরিবর্তন করাসহ সব কিছু পরিচালনা করতে দেখা গেছে মুশফিককে।


সূত্রঃ অনলাইন