নাসিরের অলরাউন্ড পারফরম্যান্সে জয় তুলে নিলো ঢাকা

ক্রিকেট দুনিয়া January 7, 2023 478
নাসিরের অলরাউন্ড পারফরম্যান্সে জয় তুলে নিলো ঢাকা

বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। শনিবার দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৩ রানের সংগ্রহ করে খুলনা টাইগার্স। জবাবে ৫ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নিয়েছে ঢাকা।


টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা। ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন সারজিল খান। ৭ রানে তার বিদায় নেওয়ার পর ব্যাট করতে নামা মুনিম শাহরিয়ারও টিকতে পারেননি বেশিক্ষণ। ৪ রান করে আরাফাত সানির শিকার হন তিনি।


ওপেনার তামিম ইকবাল কিছুক্ষণ থিতু হয়ে ছিলেন। তবে লম্বা সময় মাঠে না নামা এই ব্যাটার অবশ্য ৮ রানের বেশি করতে পারেননি। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছে খুলনা, তখন দলের হাল ধরেন অধিনায়ক ইয়াসির আলি। তাকে সঙ্গ দেন আজম খান।


দুইজন গড়েন ২১ রানের জুটি। এরপর আজমকে ১৮ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন আরাফাত সানি। অপরপ্রান্তে থাকা ইয়াসিরকে তখন সঙ্গ দেন সাইফউদ্দিন। গড়েন ৩১ রানের জুটি। পঞ্চদশ ওভারের শেষ বলে বাজে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ইয়াসির। বিদায় নেন ২৪ রান করে।


সাইফউদ্দিনও টিকতে পারেননি বেশিক্ষণ। ২৮ বলে ১৯ রানের ইনিংস খেলে উইকেট হারান। শেষের দিকে নাহিদুল ইসলাম ও সাব্বির রহমানের ব্যাটে শতরান ছাড়ায় খুলনা। এরপরই আল আমিন ফিরিয়ে দেন নাহিদুলকে (৭)।


শেষ ওভারে ব্যাট করতে নেমে ২ বলে ১০ রান নেয়া ওয়াহাব রিয়াজ তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। শেষে সাব্বিরের অপরাজিত ১১ রানে ঢাকাকে ১১৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় খুলনা।


ঢাকার হয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট তুলে নেন আল আমিন। দুইটি করে উইকেট নেন নাসির হোসাইন ও আরাফাত সানি।


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই পেয়েছিল ঢাকা ডমিনেটর্স। যদিও বলের আঘাত পেয়ে ৪ রানে মাঠ ছাড়েন ওপেনার আহমেদ সেজাদ। দলীয় ৪৭ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে ঢাকা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালই করেছিলেন সৌম্য সরকার।


দুটি চার এবং একটি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৬ রান করে ওহাব রিয়াজের বলে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। এরপর মোহাম্মদ মিঠুন ১৪ বলে ৮ এবং দিলশান মুনাবিরা ২৮ বলে করেন ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপর দলকে দেখেশুনে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক নাসির হোসেন এবং ওসমান গানি।


দলীয় ১০০ দানের মাথায় ১৪ রান করে ওসমান গানি আউট হলেও অন্য প্রান্ত থেকে দলকে জয় এনে দেন নাসির হোসেন। একান্ত আগলে রেখে ৩৬ বলে ৩৬ রান করেন নাসির হোসেন।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট