ওয়ানডে ফরম্যাটে হবে এশিয়া কাপ, গ্রুপ ২ তে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া January 5, 2023 1,374
ওয়ানডে ফরম্যাটে হবে এশিয়া কাপ, গ্রুপ ২ তে বাংলাদেশ

এশিয়া কাপ ২০২৩ ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াবে। এক টুইট বার্তায় নিশ্চিত করেছে এসিসির সভাপতি জয় শাহ। সেভ সাথে কোন গ্রুপে কারা খেলবে সেটিও প্রকাশ করেছেন এসিসির সভাপতি।


এবারের এশিয়া কাপে একই গ্রুপে খেলবে ভারত ও পাকিস্তান। গ্রুপ-১ এ ভারত ও পাকিস্তানের সাথে খেলবে বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করা দল৷ অন্যদিকে গ্রুপ-২ এ আছে বাংলাদেশ।


টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ৬ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবো প্রথম রাউন্ড। এরপর সেরা ৪ দল খেলবে সুপার-৪ এ। রাউন্ড রবিন পদ্ধতিতে মুখোমুখি হবে ৪ দল। সেখান থেকে সেরা ২ দল খেলবে ফাইনালে।


এদিকে এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু টুর্নামেন্টটি খেলতে প্রতিবেশী দেশটিতে যাবে না ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি জয় শাহ চান, এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরটি হোক কোনো নিরপেক্ষ ভেন্যুতে।


কয়েক মাস আগে মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয় শাহ বলেছিলেন, এসিসিতে আলোচনার পরই এশিয়া কাপ নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, ‘২০২৩ এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে।


আমি এসিসি সভাপতি হিসেবে এটা বলছি। আমরা (ভারত) সেখানে (পাকিস্তানে) যেতে পারি না, তারা এখানে আসতে পারে না। অতীতেও এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪