বিপিএলে ভালো খেলে পাকিস্তান দলে ফিরতে চান আমির

ক্রিকেট দুনিয়া January 3, 2023 474
বিপিএলে ভালো খেলে পাকিস্তান দলে ফিরতে চান আমির

অনেকটা অভিমান নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সেই সময়কার কমিটির সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই মূলত খেলা ছেড়ে দেন আমির। এবার পিসিবির কমিটিতে পরিবর্তন আসার পর আবারও জাতীয় দলে ফিরতে চান এই পেসার।


এ কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করতে মুখিয়ে আছেন ৩০ বছর বয়সী এই পেসার। এবারের বিপিএলে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তিনি।


বিপিএল খেলার জন্য বাংলাদেশে আসার আগে নিজ দেশের মিডিয়াকে আমির বলেন, 'আল্লাহ চাইলে আমি আবার পাকিস্তানের হয়ে খেলব।'


মূলত পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না আমিরের। এহসানের অধীনে থাকা পিসিবির নির্বাচক প্যানেলের সঙ্গেও সমস্যা ছিল তার। এরপর রমিজ রাজা দায়িত্ব নেয়ার পর তার কমিটির সঙ্গেও শীতল সম্পর্ক ছিল আমিরের।


এবার পিসিবিতে পছন্দের নাজাম শেঠি চেয়ারম্যান হিসেবে আসার পর আবারও আশার আলো দেখছেন আমির। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পিসিবির বিভিন্ন পদে দায়িত্বরত ছিলেন নাজাম। সেই সময় থেকেই আমিরের সঙ্গে সুসম্পর্ক তার। এবার দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমিরকে অনুশীলনের সুযোগও করে দেন নাজাম।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি