অনুষ্ঠিত হয়ে গেল বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। প্রতিটা ফ্রাঞ্চাইজি দলে ভিড়িয়েছে পছন্দের দেশি বিদেশি ক্রিকেটারদের। তবে ড্রাফট থেকে বিক্রি হননি বেশ কিছু তারকা ক্রিকেটার।
টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে টানেনি কেউই। বিপিএলে ফিক্সিং কান্ডে এর আগে বহিষ্কার হয়েছিলেন তিনি। এছাড়াও সদ্য বিদায়ী টেস্ট অধিনায়ক মমিনুল হককেও ড্রাফট থেকে সাত ফ্র্যাঞ্চাইজিদের কোনো দলই কিনতে আগ্রহ প্রকাশ করেনি। যে কারণে নবম আসরের জন্য অবিক্রিতই থাকতে হয়েছে তাদের।
আশরাফুল-মুমিনুলরা অবশ্য একা নন। বিপিএলে আরো দল পাননি শামসুর রহমান শুভ, সোহাগ গাজী, জোবায়ের হোসেন লিখন, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, সালাহউদ্দিন সাকিল, সুমন খান, রিশাদ হোসেন, সোহরাওয়ার্দী শুভ, এনামুল হক জুনিয়র, জুনায়েদ সিদ্দিকীর মতো ক্রিকেটাররাও।
সূত্রঃ স্পোর্টসজোন২৪