সম্প্রতি ভারতের একটি অনলাইন পোর্টাল বাংলাদেশি ক্রিকেটারদের সম্পদের একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশের কিছু নিউজ পোর্টাল মাশরাফির সেই সম্পদ নিয়ে খবর প্রচার করে। যেটা নজরে আসে বর্তমান নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার। সেই খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাশরাফি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মাশরাফি লিখেছেন, “ভিনদেশী কোনো হাবিজাবি স্বস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!”
“দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত…!”