আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো নিউজিল্যান্ডের নেতৃত্ব দিতে চলেছেন।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্ল্যাক ক্যাপস দল থেকে কেবল তিনটি পরিবর্তন এসেছে এই বিশ্বকাপের দলে। লুকি ফার্গুসন, মাইকেল ব্রেসওয়েল এবং ফিন অ্যালেন ডাক পেয়েছেন, বাদ পড়েন কাইল জেমিসন, টড অ্যাস্টল এবং টিম সেইফার্ট।
সম্প্রতি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করা দুই খেলোয়াড় – ট্রেন্ট বোল্ট এবং জিমি নিশাম বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান এবং কেন্দ্রীয় চুক্তিতে নতুন খেলোয়াড়দের একজন ফিন অ্যালেনও বিশ্বকাপ দলে। নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি হবে।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লুকি ফার্গুসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট এবং ফিন অ্যালেন।
সূত্রঃ ক্রিকেট৯৭