শাহিনকে নিয়ে আফ্রিদির অভিযোগ অস্বীকার করলেন রমিজ রাজা

খেলাধুলার বিবিধ September 17, 2022 1,631
শাহিনকে নিয়ে আফ্রিদির অভিযোগ অস্বীকার করলেন রমিজ রাজা

ইনজুরির কারনে এশিয়া কাপ খেলতে পারেননি পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য লন্ডন যান এই বাহাতি পেসার। সেখানে সবকিছু নিজ খরচায় করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন শাহিনের হবু শ্বশুর শহিদ আফ্রিদি।


তবে শ্বশুর আফ্রিদির অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। উল্টো তিনি দাবি করেছেন, পিসিবি তাদের খেলোয়াড়দের জন্য যতটা করে তা অন্য কোনো দেশের ক্রিকেট বোর্ড করে না। এসময় শাহিনকে দেশের হিরো হিসেবেও আখ্যায়িত করেছেন রমিজ।


শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থকের প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘কেউ কীভাবে ভাবতে পারে যে শাহিনের অভিভাবক সংস্থা ওকে কোনো চিকিৎসা ছাড়াই রেখে দিবে? এটি অসম্ভব! পিসিবি শাহিনকে সব নিজে নিজে করতে বলবে, এমন প্রশ্নই আসে না।’


খেলোয়াড়রা বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জানিয়ে রমিজ আরও বলেন, ‘পিসিবির জন্য খেলোয়াড়রাই সবচেয়ে বড় স্টেকহোল্ডার। আন্তর্জাতিক বা ঘরোয়া- যাই বলুন না কেন, পিসিবি তার খেলোয়াড়দের জন্য যা করছে বা করে, অন্য কোনো বোর্ড কখনও তা করে না।’


এর আগে একটি টিভি অনুষ্ঠানে শাহিনের চোট নিয়ে কথা বলতে গিয়ে শহিদ আফ্রিদি দাবি করেন, ‘শাহিন ওর নিজের টাকায় ইংল্যান্ডে গিয়েছিল। নিজের খরচে ইংল্যান্ডে থেকেছে। এখান থেকে ডাক্তারের ব্যবস্থা করেছি আমি। তবে ওখানে গিয়ে ও নিজেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ওর চিকিৎসার জন্য কিছুই করেনি।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪