বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও ইসরাইলের ক্লাব ম্যাকাবি হাইফা। হাইফার ঘরের মাঠে তাদেরকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে এই আর্জেন্টাইন মতাতারকার কাছে ছুটে গিয়েছিল এক ভক্ত, প্রকাশ হলো সেই দৃশ্য।
ম্যাচের তখন দ্বিতীয়ার্ধ। হুট করেই থেমে যায় খেলা। ইসরায়েলের মাঠের নিরাপত্তা জাল বেধ করে মাঠে প্রবেশ করেন এক ভক্ত। দৌঁড়ে গিয়ে সে উঠে যায় মেসির কোলে। এরপর মেসির পা ধরে, পায়ে চুমু খাওয়ার চেষ্টা করে সে। লাইভ চলাকালে সেই দৃশ্য পুরোটা না দেখালেও এবার প্রকাশিত হলো সেই ভক্তের মাঠে প্রবেশের দৃশ্য।
ইএসপিএন এফসি’র আপলোড করা ভিডিওতে দেখা যায়, মাঠের সীমানার কাছে থাকা নিরাপত্তাকর্মীদের মাঝখান দিয়ে লাফ দিয়ে মাঠে প্রবেশ করেন ওই ভক্ত। এ সময় এক নিরাপত্তাকর্মী ভক্তের পা ধরে আটকানোর চেষ্টা করেন। ভক্তের জুতো নিরাপত্তাকর্মীর হাতে চলে আসলেও ওই ভক্তকে আটকানো সম্ভব হয়নি। এক দৌঁড়ে সে উঠে যায় মেসির কোলে। পরে নিরাপত্তাকর্মীরা ওই ভক্তকে টেনে মাঠ থেকে বের করে।
সূত্রঃ কালের কন্ঠ