জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের অনুশীলন ঘিরে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটেছে। অনুশীলনের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দলটির দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এবং রিচার্লিসন।
ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার অনুশীলনের সময় এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। সেলেসাওদের দুই তারকা ফরোয়ার্ডের হাতাহাতির কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল।
প্রকাশিত ছবিতে দেখা যায়, কিছু একটা নিয়ে তর্ক চলছে ভিনিসিয়াস ও রিচার্লিসনের মধ্যে। এরপর তারা দুইজনই রেগে যান এবং একে অপরের জার্সি টেনে ধরেন। দুইজনের মধ্যে এভারটনের রিচার্লিসনকে বেশি আগ্রাসী দেখা যায়। রিয়াল তারকা ভিনিসিয়াসের গলা চেপে ধরতেও দেখা যায় রিচার্লিসনকে।
এছাড়াও আরও কিছু স্থিরচিত্রতে দেখা যায় এই দুই তারকার হাতাহাতি থামাতে এগিয়ে আসেন নেইমার, দানি আলভেস ও লুকাস পাকুইতাকে। তবুও আগ্রাসী মনোভাবেই ছিলেন রিচার্লিসন। পরবর্তীতে অবশ্য দুই তারকা দুই দিকে চলে যায়।
তবে কী বিষয় নিয়ে এই দুই তারকার মধ্যে এমন হাতাহাতির ঘটনা ঘটেছে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। - আমাদের সময়