আইপিএলে ৩২ তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস !!
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লীর অধিনায়ক রিশভ পান্ট।যদিও গত ম্যাচগুলোর মত এদিন আর প্রথম ওভারে আক্রমণে আনা হয়নি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে।
তবে ৫ম ওভারে এসেই উইকেটের দেখা পেয়ে যান মুস্তাফিজ। ওভারের তৃতীয় বলে বোল্ড করেন মায়াঙ্ক আগারওয়ালকে, যিনি ১৫ বলে ২৪ রান করে ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন। সেই ওভারে অবশ্য দুটি চার হজম করতে হয় মুস্তাফিজকে, সব মিলিয়ে খরচ করেন ১১ রান।
নবম ওভারে আবারও বল করতে আসেন মুস্তাফিজ । এ ওভারে ৩ টি ডট ও ১ টি চার হজম করেন তিনি । সব মিলিয়ে নিজের ২য় ওভারে খরচ হয় মাত্র ৬ রান।
২য় স্পেলে ১৭তম ওভারে এসে ৭ রান দেন মুস্তাফিজ । যার মধ্যে ১ টি ৬ হজম সহ ৪ টি ডট দেন তিনি ।
শেষ ওভারে বল করতে এসে ১ টি চার হজম ছাড়া বাকি ৫ টি বলই ডট দেন । নিজের ৪র্থ ও শেষ ওভারে খরচ করেন মাত্র ৪ রান ।
বল হাতে আর কোনো উইকেট না পেলেও তালুবন্দী করেন জনি বেয়ারস্টোকে। এ দিন ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট পান মুস্তাফিজ।