আগামী চার বছরে (২০২৩-২৭) বাংলাদেশের সামনে রয়েছে ব্যস্ত সূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্ভাব্য এফটিপিতে আগামী চার বছরে ৪০টির বেশি টেস্ট, ৭০টির বেশি ওয়ানডে ও ৭৬টির বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
রোববার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়াই আগামী চার বছরে বাংলাদেশ দলের এসব ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে। এ নিয়ে বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব বোর্ডের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। সিরিজগুলো চূড়ান্ত হলেই এফটিপিতে আপলোড করা হবে।
প্রসঙ্গত, অভিষেকের পর এখন পর্যন্ত ১৩০টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। অন্যদিকে ওয়ানডে ম্যাচ খেলেছে ৩৯৪টি। আর এখন পর্যন্ত ১২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা।