কার্তিক ঝড়ে ১ ওভারেই ২৮ রান দিলেন দিলেন মুস্তাফিজ

ক্রিকেট দুনিয়া April 17, 2022 556
কার্তিক ঝড়ে ১ ওভারেই ২৮ রান দিলেন দিলেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২৭ তম ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর । টসে জিতে ব্যাঙ্গালোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দিল্লির অধিনায়ক রিশাভ পন্থ । ফিল্ডিংয়ে নেমে এবারও মোস্তাফিজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন তিনি ।


প্রথম ওভারে দুর্দান্ত বল করেন মুতাফিজ । প্রথম দুই বল ডট ৩য় বলে হজম করেন ৪ রান । শেষের ৩ বলে ১ রান দিয়ে সবমিলিয়ে মুস্তাফিজ এই ওভারে দেন ৫ রান।


ষষ্ঠ ওভারে আবারও ফিজকে আক্রমণে আনেন দিল্লি অধিনায়ক পণ্ট। এই ওভারে প্রথম বল ডট দিলেও শেষের ৫ বলে হজম করেন ২ টি চার । পাওয়ার প্লেলের শেষ ওভার হওয়াতে মোট ১০ রান খরচ হয় মুস্তাফিজের !!


এবার ইনিংসের ১৭ তম ওভারে বল করতে এসে আবারও দুর্দান্ত বল করেন মুস্তাফিজ । এই ওভারে মাত্র ৫ রান দিয়ে ব্যাঙ্গালোরকে চাপে ফেলেন তিনি !


ইনিংসের ১৮ তম ওভারে বল করতে এসে ২৮ রান দেন তিনি । এর আগে কখনোই ১ ওভারে এতো রান দেয়নি মুস্তাফিজ !


মুস্তাফিজের এই ওভারে ৪ টি চার ও ২ টি ছয় মারেন কার্তিক । প্রথম তিন বলে দেন ১২ রান ও শেষের ৩ বলে ১৬ রান !


মুস্তাফিজ ৪ ওভার বল করে মোট ৪৮ রান দিয়ে ছিলেন উইকেট শুন্য !! এর আগে ২০১৮ সালে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪ ওভারে ৫৫ রান দেয় মুস্তাফিজ ।