ওয়ার্নারের ভালোবাসার জবাবে যা বললেন মুস্তাফিজ

খেলাধুলার বিবিধ April 15, 2022 447
ওয়ার্নারের ভালোবাসার জবাবে যা বললেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে মুস্তাফিজ ও ওয়ার্নার দুজনই খেলছেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। কোয়ারেন্টিনের কারণে মুস্তাফিজ ও ওয়ার্নার দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি। দলের আইপিএল মিশন শুরু হয়ে যাওয়ার পর তাই দেখা হয় দুজনের।


টিম বাসে মুস্তাফিজকে দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ওয়ার্নার। বাংলায় বলেন, ‘এই, কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি!’ এরপর ইংরেজিতে বলেছিলেন, ‘তোমাকে দেখতে পেরে ভালো লাগছে।’


মুস্তাফিজের প্রতি ওয়ার্নারের ভালোবাসা প্রকাশের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এবার মুস্তাফিজও ফিরতি ভালোবাসা জানালেন সতীর্থের প্রতি।


শুক্রবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মুস্তাফিজ ওয়ার্নারের সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমিও তোমাকে ভালোবাসি, ডেভিড ওয়ার্নার।’