দুই আফ্রিদির পরিবার যে আত্মীয়তায় মিলছেন সেটা অনেকের জানা। শহিদ আফ্রিদির বড় মেয়ে আকসার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন শাহিন আফ্রিদি। খোদ শহিদ আফ্রিদিই এ তথ্য জানিয়েছেন। এবার হবু শ্বশুরের সঙ্গে ইফতার সারতে দেখা গেছে শাহিন আফ্রিদিকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন শাহিন আফ্রিদি। সেই ছবিতে দেখা যায়, ইফতার-সামগ্রী সামনে রেখে মোনাজাতে মশগুল শহিদ ও শাহিন আফ্রিদি। ছবির ক্যাপশনে শাহিন আফ্রিদি লিখেন, লালার সঙ্গে ইফতার।
আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হলেও এখনই বিয়ে হচ্ছে না তাদের। আকসার পড়াশোনা শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এর আগে আনুষ্ঠানিকভাবে বাগদান সেরে রাখা হবে।