আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন টাইগার এক পেসার। সবশেষ কলকাতার বিপক্ষে ম্যাচে বল হাতে দুর্দান্ত সূচনা এনে দেন দ্যা ফিজ।
এবারের আইপিএলে তিন ম্যাচ খেলে প্রথম ম্যাচে ২৩ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ। পরের দুই ম্যাচে উইকেট না পেলেও বল হাতে দারুণ কিপটে ছিলেন মোস্তাফিজ। লক্ষ্মৌর বিপক্ষে ২৬ আর কলকাতার বিপক্ষে দেন মাত্র ২৩ রান।
এদিকে কলকাতার বিপক্ষে দারুণ জয়ের পর রাতে সেলিব্রেশন করেছে দিল্লি ক্যাপিটালস দল। আর তাদের অফিসিয়াল টুইটারে তাদের এইসব সেলিব্রেশনের ছবি পোস্ট করেছে দিল্লি।
সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে দিল্লি অধিনায়ক রিশভ পান্ট মোস্তাফিজকে কেক খাইয়ে দিচ্ছেন। দারুণ হাসিমুখের এই ছবিতে অনেকে কমেন্ট করেছেন অধিনায়কের মন জয় করেছেন মোস্তাফিজ। আবার অনেকে কমেন্ট করেছেন মোস্তাফিজকে মনে ধরেছে অধিনায়ক পান্টের।