আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের আলোচিত ফাস্ট বোলার মোহাম্মদ আমির। রোববার জিও নিউজ জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা যদি নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেন, তাহলে হয়তো আমির ফিরে আসতে পারেন।
অভিমান করে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ আমির। তখন এক টুইট বার্তায় এক তারকা পেসার জানিয়েছিলেন, “যদি পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফে পরিবর্তন আসে তাহলে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আগ্রহী আছেন”।
মিসবাহ ও ওয়াকার পাকিস্তানের কোচিং স্টাফে থাকলে খেলা অসম্ভব জানিয়ে আমির বলেছিলেন, ওয়াকার ইউনুস অবশ্যই একজন কিংবদন্তি, মিসবাহ দুর্দান্ত অধিনায়ক ছিলেন। কিন্তু কোচিংয়ের ব্যাপারটি সম্পূর্ণ আলাদা।
মাঠে কোচিং করানোর আগে শেখা জরুরি, প্রয়োজনীয় শিক্ষা নেয়া জরুরি। আমি বলছি না যে, পিসিবির উচিত তাদের সরিয়ে দেয়া। তবে এখনকার কোচিং স্টাফদের যে মানসিকতা, এ অবস্থায় আমি জাতীয় দলে খেলতে পারব না। মোহাম্মদ আমির পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-২০ খেলেছেন। সূত্র : জিও নিউজ