মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট দুনিয়া April 10, 2022 4,785

মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ৯৩ রানের জুটি গড়েন দিল্লির দুই ওপেনার পৃতিভ শাহ ও ডেভিড ওয়ার্নার । ২৯ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রান করে আউট হন পৃথ্বী।

আগের ম্যাচে সমালোচিত ডেভিড ওয়ার্নার এবার ৪৫ বলে ৬ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে খেলেন ৬১ রানের ইনিংস। এরপর অধিনায়ক ঋষভ পন্ত , শর্দুল ঠাকুর ও অক্ষর প্যাটেল ঝড়ো ব্যাটিং এ ২১৫ রানের বিশাল পূঁজি পায় দিল্লি !!


ব্যাটিংয়ে ২১৫ রান তোলার পর বল হাতে দিল্লি ক্যাপিটালসের শুরুটা যেমন হওয়ার দরকার ছিল,

মোস্তাফিজুর রহমান ঠিক তেমন শুরুই এনে দেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ওভারে বল হাতে পেয়ে মুস্তাফিজ দেন মাত্র ২ রান ।


প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন মোস্তাফিজ। মোস্তাফিজের তৃতীয় ডেলিভারি কলকাতার ওপেনার শ্রেয়াস আইয়ারের ব্যাট ছুঁয়ে দিল্লির উইকেটরক্ষক ঋষভ পান্তের গ্লাভসে জমা পড়েছিল। কিন্তু দিল্লির কিপার আবেদন না করায় উইকেট বঞ্চিত হন মোস্তফিজ।


মুস্তাফিজের বলে রান নিতে না পেরে চাপে পরে অন্যদের খেলতে গিয়ে ৩৮ রানে ২ উইকেট হারায় কেকেআর ।


তাদের আরও চাপে ফেলতে পাওয়ার প্লের শেষ ওভারে আবারও বল করতে আসেন মুস্তাফিজ ।

এই ওভারেও দুর্দান্ত বল করেন তিন । মাত্র ৩ রান খরচ করে কলকাতাকে আরও চাপে ফেলেন মুস্তাফিজ ।


অন্যদের খেলতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলকাতা ।


এরপর মোস্তাফিজ দ্বিতীয় স্পেল যখন বল করতে আসেন, ম্যাচ তখন অনেকটাই দিল্লির হাতে । তখন ২৪ বল থেকে কলকাতার দরকার ৭২ রান, হাতে উইকেট মাত্র ২টি।এই ওভারের ১ম বলে ৪ রান দিলেও পরের ৫ বলে মুস্তাফিজ দেন ৫ রান। সব মিলিয়ে এই ওভারে দেন ৯ রান ।


১২ বলে যখন প্রয়োজন ৫৬ রান তখন ১৯তম ওভারে প্রথম বলেই হজম করেন চার । পরের ৫ বলে দেন মাত্র ৩ রান।


সবমিলিয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে টাইগার পেসার ছিলেন উইকেটশূন্য।


শেষ ওভারে আন্দ্রে রাসেল ২৪ রানে আউট হলে দিল্লি ক্যাপিটালস ৪৪ রানের জয় পায় । কলকাতার হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৫৪ রান করেন স্রেয়াস আয়ার ।