ব্যাটিং ব্যর্থতায় ফলোঅন এড়াতে পারলোনা বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া April 10, 2022 909
ব্যাটিং ব্যর্থতায় ফলোঅন এড়াতে পারলোনা বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৫৩ রান করে থামে। জবাবে খেলতে নেমে গতকাল বিকেলে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ফেলে। তামিম ৪৭ ও শান্ত ৩৩ রান করেন। শেষ বিকেলে দলের হাল ধরেন মুশফিক-ইয়াসির। দুজনে বিপদ ছাড়াই দিন পার করে দেন। তৃতীয় দিন শুরুটাও হয় দারুণ।


দুজনে এগোচ্ছিলেন ঠিকঠাকভাবে। জুটিও পঞ্চাশ পার হয়ে। বিপত্তি বাধে ৩৬ রানে ইয়াসিরের আউটের পর। ফিফটি করে মুশফিক উইকেট বিলিয়ে দেন রিভার্স সুইপ খেলে।


তার ব্যাট থেকে আসে ৫১ রান। মিরাজ ছিলেন ভরসা হয়ে। লাঞ্চ থেকে ফিরে পরপর তিন ওভারে সবকটি উইকেট হারায় বাংলাদেশ। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুল্ডার-হার্মার। ২ উইকেট করে নেন অলিভিয়ের-মহারাজ।


সংক্ষিপ্ত স্কোর-


দক্ষিণ আফ্রিকা: ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)

বাংলাদেশ: ২১৭/১০ (৭৪.২ ওভার)।


সূত্রঃ রাইজিংবিডি