এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ!

ক্রিকেট দুনিয়া April 10, 2022 1,438
এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ!

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা, দেশটির অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়েছে। সারাদেশে চলছে নৈরাজ্য, প্রধানমন্ত্রীর পদত্যাগে চলছে গণবিক্ষোভ, সেনা বাহিনী মাঠে নেমেছে। সব মিলিয়ে শ্রীলঙ্কার পরিস্থিতি মোটেও ভালো নয়। শ্রীলঙ্কার এই দুরাবস্থায় চিন্তার ভাজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কপালেও, কারণ এখানেই আয়োজন হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট।


আগামী ২৭ আগস্ট থেকে দ্বীপ দেশটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের আসর, টুর্নামেন্টের ফাইনাল ১১ সেপ্টেম্বর। অবশ্য তার আগেই এশিয়ার শ্রেষ্ঠত্বের দামামা বেজে উঠবে, ২০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের কোয়ালিফাইং রাউন্ডের খেলা। বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে, বিকল্প চিন্তাভাবনা করতে হচ্ছে এসিসিকেও। তবে এখনই শ্রীলঙ্কা থেকে


এশিয়া কাপ সরানোর পরিকল্পনা নেই এসিসির, তারা দেশটির সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে। টুর্নামেন্ট মাঠে গড়াতে আরও দেরি আছে মাস চারেক, সে কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও অপেক্ষা করতে চায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।


যদি শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব না হয়, তাহলে তাদের সেরা অপশন হতে পারে বাংলাদেশ। কারণ ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সমস্যার কারণে এই দুই দেশে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা একেবারে কম, আরব আমিরাত ও বাংলাদেশই শ্রীলঙ্কার বিকল্প হতে পারে। এশিয়া কাপ আয়োজনে বাংলাদেশও আগ্রহী, সেটা তারা আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়ে এসিসিকে জানিয়েও দিয়েছে।


বিসিবির এক কর্মকর্তা একটি চ্যানেলকে বলেন, “এশিয়া কাপ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে শ্রীলঙ্কায় যদি শেষমেশ এ টুর্নামেন্ট আয়োজন না করা যায়, তাহলে আমরা তৈরি। সেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়েও দেয়া হয়েছে।” এশিয়া কাপের সর্বোচ্চ আয়োজক দেশ বাংলাদেশ, অংশগ্রহণকারী দেশগুলোরও আস্থার জায়গা এটি।


সব মিলিয়ে আরও একবার বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ মাঠে গড়ানোর সম্ভাবনা একেবারেই অসম্ভব নয়।


সূত্রঃ অনলাইন