কলকাতার মুখোমুখি হচ্ছে দিল্লি, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া April 10, 2022 3,275
কলকাতার মুখোমুখি হচ্ছে দিল্লি, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

আইপিএল-এ আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। আজ দিনের প্রথম ম্যাচে বিকাল ৪ টায় মুখোমুখি হবে দুই দল। দিল্লি ক্যাপিটালসের কাছে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ।


ইতিমধ্যেই টুর্নামেন্টের তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয়লাভ করেছে মুস্তাফিজুর রহমানের দল। অন্যদিকে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয়লাভ করে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।


আজ কলকাতার বিপক্ষের দিল্লির একাদশে আসতে পারে একটি পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে।


• দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ


কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), নীতীশ রানা, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারিন, উমেশ যাদব, রাশিখ সালাম, বরুণ চক্রবর্তী।


দিল্লি ক্যাপিটালস: ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, সরফরাজ খান, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেট কিপার), ললিত যাদব, রোভম্যান পাওয়েল/মার্কাস স্টয়নিস, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অ্যানরিচ নর্টজে, মুস্তাফিজুর রহমান।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট