পোর্ট এলিজাবেথ টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শনিবার দ্বিতীয় দিনের শেষ বিকালে ৪১ ওভারে ১৩৯ রানে হারায় ৫ উইকেট। ফলোঅন এড়াতে হলে আরও ১১৫ রান করতে হবে। ৩০ ও ৮ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী।
প্রোটিয়াদের করা রানের পাহাড় ডিঙ্গাতে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওলিভারের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৩ রানে ওপেনিং জুটি ভাঙার পর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন অন্য ওপেনার তামিম ইকবাল।
এক উইকেটে ৮২ রান করা দলটি এরপর মাত্র ৪০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে যায়। ৪৭ ও ৩৩ রান করে ফেরেন তামিম ও শান্ত। ৬ রানে আউট হন অধিনায়ক মুমিনুল হক। ১১ রান করে ফেরেন লিটন দা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে চার ফিফটির সাহায্যে ৪৫৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দলের হয়ে তাইজুল ইসলাম শিকার করেন সর্বোচ্চ ৬ উইকেট। ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদ। আর শেষ ব্যাটসম্যান হিসেবে লিজাদ উইলিয়ামসকে আউট করেন মেহেদি হাসান মিরাজ।
সূত্রঃ যুগান্তর অনলাইন