কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন এনামুল হক বিজয়।তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই ওপেনার। আর তার এমন পারফরম্যান্সের স্বরুপ আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন তিনি এমনটাই মনে করেন টাইগার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
চলমান ডিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচের ৮ ইনিংসে প্রায় ৮০ গড়ে ৬৪৩ রান করেছেন। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১০০ স্ট্রাইকরেটে। দুই সেঞ্চুরি ও ৪ হাফসেঞ্চুরির সাথে এবারের আসরের ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও (১৮৪) তার দখলে।
বিজয়কে নিয়ে মাশরাফি বলেন, ‘বিজয়কে যেকোনো ফরম্যাটেই দেখা যেতে পারে। যেভাবে রান করছে আমি মনে করি, অবশ্যই রাডারে আছে। সত্যি বলতে আমার কাছে মনে হয় যে, তাদের খুব ভালো সুযোগ আছে। তাদের কাজ পারফর্ম করা, তারা করছে।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় লিগ হচ্ছে ডিপিএল। এই আসরের সেরা পারফর্মাররা জাতীয় দলের নির্বাচকদের নজরে থাকবেন এমনটাই মনে করেন মাশরাফি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪