ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান থিতু হওয়া তো দূর, নূন্যতম লড়াইটুকুও করতে পারলেন না। শেষ অবধি অলআউট হতে হলো নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৫৩ রানে। ম্যাচ হেরেছে ২২০ রানে।
এদিকে, ওয়ানডে সিরিজের পর ডারবান টেস্টের আম্পায়ারিং নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিত অভিযোগ করবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এ প্রসঙ্গে জালাল বলেন, ‘ওয়ানডে সিরিজের পর ইতোমধ্যে আম্পায়ারিং নিয়ে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। ম্যাচ রেফারি প্রথমে আমাদের ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন কিন্তু আমরা যখন তাকে লিখিত অভিযোগ দিয়েছিলাম তখন নরম হয়েছিলেন। আমরা এই ম্যাচ নিয়ে আনুষ্ঠানিকভাবে আরেকটি লিখিত অভিযোগ করবো।’