মাত্র ৫৩ রানে অল-আউট বাংলাদেশ, হারল ২২০ রানে

ক্রিকেট দুনিয়া April 4, 2022 871
মাত্র ৫৩ রানে অল-আউট বাংলাদেশ, হারল ২২০ রানে

মহারাজের স্পিন ঘূর্ণিতে টিকতেই পারল না বাংলাদেশের ব্যাটাররা। মহারাজ একাই তুলে নেন ৭ উইকেট। তার স্পিন ঘূর্ণিতে ২২০ রানে হারল বাংলাদেশ। শুরুটা হয় অভিজ্ঞ মুশফিককে দিয়ে।


যার কাঁধে বাংলাদেশ বড় স্বপ্ন দেখার কথা ছিল সেই মুশফিকই কিনা মহারাজের ফাঁদে পা দেন। পঞ্চম দিনের প্রথম ওভারের পঞ্চম বলে মহারাজের বলটি লাগে পায়ে। তার করা আবেদনে সাড়া দেন আম্পায়ারও।


রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এ অভিজ্ঞ ব্যাটার। ১৪ রানে চার উইকেট হারিয়ে যখন দলের বিপর্যয় সামাল দেওয়ার কথা তখন উল্টো দিনের তৃতীয় ওভারেই মহারাজের চতুর্থ শিকার হন লিটন। মিড অনে থাকা হার্মারের হাতে ক্যাচ তুলে দেন ২ রান করা লিটন।


১৬ রানে পাঁচ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানে অল-আউট হওয়ার শঙ্কা উঁকি দিচ্ছিল বাংলাদেশের। দলের বিপদ আরও বাড়ে ১১তম ওভারে। ওই ওভারের পঞ্চম বলে মহারাজের করা বলটি আঘাত হানে স্ট্যাম্পে। ইয়াসির বিদায় নেন পাঁচ রান করেই।


শান্ত কিছুটা চেষ্টা করলেও মিরাজও তাঁকে সঙ্গ দিতে পারেননি। দলীয় ৩৩ রানে হার্মারের বলে স্লিপে থাকা পিটারসেনের হাতে ক্যাচ দেন শুন্য রান করা মিরাজ। ৩৩ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন পরাজয়ের প্রহর গুনছিল।


বাংলাদেশের বাকি ব্যাটাররা যখন আসা-যাওয়ার মধ্যে ছিলেন তখন ধরে খেলার চেষ্টা করছিলেন শান্ত। সেই শান্তও আউট হন দলীয় ৫০ রানে। হার্মারের বলটিতে সামনে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার তিনি। শান্ত আউট হন দলীয় সর্বোচ্চ ২৬ রান করে।


খালেদও বিদায় নেন দ্রুত। শেষ পর্যন্ত রানেই ৫৩ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে একাই সাত উইকেট তুলে নেন কেশব মহারাজ। ৫৩ রানে অল-আউট হওয়ায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ২২০ রানের বড় ব্যবধানে জয় পেল স্বাগতিকরা।


সূত্রঃ বিডিক্রিকটাইম