দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়ছেন মুস্তাফিজ!

ক্রিকেট দুনিয়া April 4, 2022 13,748
দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়ছেন মুস্তাফিজ!

আইপিএলের এবারের আসরে মুস্তাফিজুর রহমান খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ইতিমধ্যেই দিল্লীর হয়ে তাদের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মুস্তাফিজের। আর নতুন দলের হয়ে প্রথম ম্যাচে জ্বলে ওঠেন মুস্তাফিজ। ইনিংসের প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে প্যাভিলিয়নে ফিরে উইকেট নেন মুস্তাফিজ।


এরপর গুরুত্বপূর্ণ শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। ম্যাচে চার ওভার বোলিং করে ২৩ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। দুর্দান্ত এই শুরুর পর এখন প্রশ্ন উঠেছে আইপিএলে পরের ম্যাচে কি সুযোগ পাবেন মোস্তাফিজুর রহমান? আইপিএলের এবারের আসরে ভালো দল গড়েছে দিল্লি ক্যাপিটালস।


বিশেষ করে দিল্লি ক্যাপিটালসেল বোলিং ডিপার্টমেন্ট অন্য যেকোন দলের থেকে অনেক বেশি এগিয়ে। সেইসাথে দিল্লির ব্যাটিংয়ের থেকে বোলিংকেই এগিয়ে রাখছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। দিল্লি ক্যাপিটালস রয়েছে এক ঝাঁক তারকা বোলার। দেশীয় বোলারদের মধ্যে রয়েছে খলিল আহমেদ, সারধুল ঠাকুর, চেতন শাখারিয়া এবং কমলেশ নগরকাটি।


নিঃসন্দেহে চারজন ফাস্ট বোলার যে কোন দলের জন্যই যথেষ্ট। তবে দেশি দেশ থেকে বিদেশে ফাস্ট বোলাররা এগিয়ে রয়েছে দিল্লিতে। যেখানে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার এনরিচ নরকিয়া এবং লুঙ্গি এনগিদি রয়েছে দিল্লিতে। এছাড়াও অস্ট্রেলিয়া অলরাউন্ডার মিচেল মার্শ রয়েছেন দিল্লি ক্যাপিটালসে।


ইতিমধ্যেই দিল্লীর শিবিরে যোগ দিয়েছেন মিশেল মার্শ, এবং এনরিচ নরকিয়া। এছাড়াও পাকিস্তান সিরিজ শেষে যোগ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। চার বিদেশী ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ এবং এনরিচ নরকিয়ার একাদশে থাকা একপ্রকার নিশ্চিত।


তাই প্রশ্ন উঠেছে আগামী ম্যাচে দিল্লির একাদশে থাকবেন তো মুস্তাফিজুর রহমান? যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল একাদশে থাকে তাহলে নিঃসন্দেহে বাদ পড়বেন মুস্তাফিজ। আর যদি পাওয়েলকে বাদ দিয়ে মুস্তাফিজকে একাদশে রাখতে হয় তাহলে প্রথম দুই ম্যাচে খেলা খলিল আহমেদ, সারডুল ঠাকুরের মধ্য থেকে একজনকে বসিয়ে রাখে তাহলে এই একাদশে সুযোগ পেতে পারেন মোস্তাফিজুর রহমান।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট